শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বড় হচ্ছে মৃত্যুর মিছিল, আরও দুই নারীর মৃত্যু

মোঃ সালাহউদ্দিন আহমেদ : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নরসিংদীতে নতুন করে আরও দুই নারীর মৃত্যু হয়েছে। ২৭ জুন বিকেল ৪টা ২০ মিনিটে নরসিংদী সদর উপজেলার চিনিশপুরের ঘোড়াদিয়া গ্রামের ফিরোজ মিয়ার স্ত্রী জায়েদা (৫১) ও ছোট মাধবদীর সবিতা ভৌমিক (৪৪) মৃত্যুবরণ করেন।

আজ রবিবার (২৮ জুন) বিকেলে তথ্য নিশ্চিত করেন নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন ও কুইক রেসপন্স টিমের আহ্বায়ক ও নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া। পরে এই দুই নারীর মরদেহ কুইক রেসপন্স টিম স্বাস্থ্যবিধি মেনে দাফন ও সৎকার করেন।

নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানায় যায়, নতুন দুই নারীর মৃত্যুসহ জেলায় ৩১ জনের মৃত্যু হয় করোনাভাইরাসে। এবং ২৮ তারিখ সকাল পর্যন্ত মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা ১ হাজার ৩৩৯ জন। এর মধ্যে আইসোলেশন মুক্ত ৮৭৫ জন, হাসপাতালে আইসোলেশনে রয়েছে ২৫ জন ও হোম আইসোলেশনে আছেন ৪১০ জন।

এই বিভাগের আরো খবর