বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রীর স্ত্রী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন-এমপি দবিরুল

আল-ফেরদৌস (রানা), ঠাকুরগাঁও প্রতিনিধি:
মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এম পি।

এক শোক বার্তায় আলহাজ্ব দবিরুল ইসলাম এম পি, আরজুমান্দ বানুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে সোমবার সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান লায়লা আরজুমান্দ। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

১৯৭৪ সালে লায়লা আরজুমানের সঙ্গে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

আজ গাজীপুর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরো খবর