ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭৮৩ জনে।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন। এছাড়া দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭৮৩ জনে।