ডেস্ক নিউজ : কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকেপড়া ৪১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তারা দুবাই থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বাংলাদেশ বিমানের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনাভাইরাসের কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ায় বিভিন্ন দেশে আটকেপড়া প্রবাসীদের ভাড়ায় বিশেষ ফ্লাইটে ফেরার ব্যবস্থা করা হচ্ছে।
গত তিন মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন।