বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাকে পাত্তাই দিচ্ছে না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ মহামারীতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই কোনো দেশ। রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। করোনা মোকাবেলায় ও ব্যবস্থাপনায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা শুরু থেকেই সমালোচিত হয়ে আসছে। এসব সমালোচনার ধার ধারছেন না ট্রাম্প। তার আচরণ ও কার্যকলাপ দেখে মনে হচ্ছে ট্রাম্প করোনাভাইরাসকে পাত্তাই দিচ্ছেন না!
বৈশ্বিক মহামারীর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন স্থানে জনসমাবেশ করছেন। সামাজিক দূরত্ব একেবারেই মানছেন না তিনি। বরং সংক্রমণ রুখতে যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে, সেখানে প্রচারসভায় ভিড় বাড়াতে গাদাগাদি করে লোক বসানো হচ্ছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

এই বিভাগের আরো খবর