মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিল পরিশোধের সময় আরও বাড়লো

ডেস্কনিউজঃ প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গেলো তিন মাস বিলম্ব মাশুল ছাড়া বিদ্যুৎ বিল দেয়ার সুবিধা দেয়া হয়েছিল। এ তিন মাসের বিল জুনের মধ্যেই পরিশোধ করার কথাও বলা হয়েছিল।

তবে ভুতুড়ে বিল (অতিরিক্ত) আসায় এবার বিড়ম্বনায় পড়েছেন অনেক গ্রাহক। এসব ত্রুটিপূর্ণ বিল সংশোধনের জন্য ১০ দিনের সময় দেয়া হয়েছে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে। এতে বিল পরিশোধের জন্য আরো ১০ দিন বাড়তি সময় পাচ্ছেন গ্রাহকরা।

মঙ্গলবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব তথ্য জানিয়েছেন।

এছাড়া ত্রুটিপূর্ণ বিদ্যুৎ বিল নিয়ে বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে তা সংশোধনে ছয়টি পদক্ষেপের কথা জানিয়েছে সরকার।

এরমধ্যে রয়েছে- কয়েক মাসের ইউনিট একত্র করে একসঙ্গে অধিক ইউনিটের বিল না করা, বকেয়া মাসগুলোর আলাদা বিদ্যুৎ বিল তৈরি করা (দরকারে আগের মাসের বিল থেকে ধারণা নেয়া যাবে) ইত্যাদি।

এই প্রসঙ্গে গত সোমবার সংসদে বকেয়া ও ত্রুটিপূর্ণ বিদ্যুৎ বিল নিয়ে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর