বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা- গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭ জনের আক্রান্ত ৪১৪

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ৪১৪ জনের শরীরে করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪১৮৬ জনে পৌঁছেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে, যাদের সবাই ঢাকার।

আজ বুধবার দুপুরে রাজধানী মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান। এ সময় অনলাইনে যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ব্রিফিংয়ে ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ জনের মৃত্যু হয়েছে।  গত ২৪ ঘণ্টায় করোনায় সাত মৃত্যুর সাতজনই ঢাকার।

এই বিভাগের আরো খবর