বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে করোনা ভাইরাসের ছোবলে সম্মুখ যোদ্ধার মৃত্যু

রায়হান ইসলাম: রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবুল কালাম আজাদ(৩৫) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

এএসআই আবুল কালামের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। তিনি স্ত্রীকে নিয়ে রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া এলাকায় বসবাস করতেন। তার ছয় বছর এবং ছয় মাসের দুইটি সন্তান রয়েছে।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, এএসআই আবুল কালাম জেলা জজ আদালতে কর্মরত ছিলেন। করোনার উপসর্গ দেখা দেয়ায় গত ২২ জুন তার নমুনা পরীক্ষা করা হলে তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর বিভাগীয় পুলিশ হাসপাতালে রেখে ত চিকিৎসা চলছিলো।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৫ জুন রামেক হাসপাতালের আইসিইউতে নেয়া পর চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা যান।

এই বিভাগের আরো খবর