জীবন বাগমারা( রাজশাহী) প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে সকাল ৯টায় করোনা ভাইরাস এর বরাদ্ধকৃত ত্রাণ ৪৩৪হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।
৪০০পরিবারকে ১০কেজী করে চাল প্রদান করা হয় এবং ৩৪পরিবারকে ৫০০টাকা করে মোট ১৭,০০ হাজার টাকা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর সরকার বলেন, আমরা আজকে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করছি।
তিনি করোনা ভাইরাস এর বরাদ্ধকৃত ত্রাণ নিতে আসা সকল ব্যাক্তিকে করোনা ভাইরাস থেকে সচেতন থাকার জন্য বিশেষভাবে বলেন ।
আপনারা নিজে বাঁচুন ও আপনার পরিবারকে বাঁচান।
জরুরি কাজ ছাড়া আপনারা ঘরের বাহিরে বের হবেন না, ঘরে থাকুন সুস্থ থাকুন ।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার মুনজুরুল ইসলাম, ইউপি সদস্য আবেদ আলী মোল্লা, মোবারক হোসেন, মোঃ মজনু সাখিদার, মোঃ নাজমুল হক,মোঃ আবেদ আলী খামারু, আনিসুর রহমান শেখ, মাহাবুর রহমান সরকার, মহিলা সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোছাঃ মমেনা বেগম, মোছাঃ কমেলা বেগম।
ইউপি সচিব আব্দুল বারিক, হিসাব সহকারী ও কাম কম্পিউটার অপারেটর শাহীন আলম, অত্র ইউনিয়নের গ্রাম-পুলিশবৃন্দ ও প্রমুখ।