শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িগঙ্গা সেতুতে এখনও ভারি যান চলাচল বন্ধ

ডেস্ক নিউজ : বুড়িগঙ্গা সেতুর ফাটল পরীক্ষার যন্ত্র এখনো আসেনি। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আগামী শুক্রবার ওই যন্ত্র ঢাকায় পৌঁছবে। তারপর সেতুর ক্ষতিগ্রস্ত অংশ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। পরীক্ষা-নিরীক্ষা করার পর ক্ষতিগ্রস্ত অংশটি সংস্কার করতে অন্তত ১৫ দিন সময় লাগবে। এ সময় পর্যন্ত কোনো ভারী  যানবাহন সেতুর ওপর দিয়ে চলবে না। বিকল্প পথ হিসেবে বাবুবাজার সেতু ব্যবহার করা হবে।

সদরঘাটের কাছে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চটি উদ্ধার করতে গত সোমবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে আসার পথে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’-এর ধাক্কায় পোস্তগোলার বুড়িগঙ্গা সেতুর গার্ডারের একটি অংশে ফাটল দেখা দেয়। সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান কালের কণ্ঠকে বলেন, ‘ফাটলের ক্ষতি নিরূপণ করতে যে যন্ত্রটি প্রয়োজন সেটি এখনো আসেনি। আমরা আশা করছি আগামী শুক্রবার ঢাকায় পৌঁছবে।’সবুজ উদ্দিন আরো বলেন, ‘এ সময় পর্যন্ত যেকোনো ভারী যানবাহন (ছয় চাকা ও দশ চাকার মালবাহী ট্রাক) চলাচল নিষেধ করা হয়েছে।’

এই বিভাগের আরো খবর