বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চারঘাটে উপজেলায় সনি-রেংকস এর শোরুম উদ্বোধন

এম ইসলাম দিলদার,রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর চারঘাট উপজেলায় সনি-রেংকস এর বৃহস্পতিবার (২জুন)শো রুমের শুভ উদ্বোধন করা হয়। চারঘাট বাজারের প্রান কেন্দ্র চায়না ম্যানসনের সোনালী ব্যাংক ভবনের নীচতলায় এই সনি-রেংকস এর নতুন শো-রুমটি তৈরী হলো। তরুপা জুয়েলার্স এর সত্ত্বোধিকারী এবার নতুন আরো ব্যবসার পরিধি বৃদ্ধি করে মেসার্স উত্তম ইলেক্ট্রনিক্স নামে সনি-রেংকস এর আনুমেদিত ডিলার হোলেন। উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে শুভ উদ্ধোধন করেন চারঘাট উপেজলা চেয়ারম্যান জনাব মোঃ ফকরুল ইসলাম,উপস্থিত ছিলেন সনি-রেংকস এরিয়া ম্যানেজার রাজিবুল হামিদ,এক্সিকিটিভ অফিসার ইমরোজ সাহেব, এসিসিটেন্ট আঃ মতিন, আরো উপস্তিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী লতিফ ট্রাভেলর্স প্রোঃ নবাব ভাই এবং স্থানীয় ব্যবসায়ীগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরো খবর