বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্র নিয়ে ট্রুডোর বাসায় ঢোকার সময় সেনা সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাসভবনের কাছ থেকে অস্ত্রসহ এক সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর দিয়েছে। কানাডা পুলিশ এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার অটোয়ায় অবস্থিত প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেলের বাসভবনের কাছাকাছি এলাকায় অস্ত্র নিয়ে অবৈধভাবে বাসায় প্রবেশ করেছিলেন সেনাবাহিনীর ওই সেনাসদস্য। জানা যায়, গ্রেফতার ব্যক্তি এদিন ভোরে একটি গাড়ি ফটক ভেঙে সংশ্লিষ্ট এলাকায় ঢুকে পড়েন। গাড়িটি নিয়ে প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেলের সরকারি বাসভবনের দিকে যেতে থাকেন তিনি।

একপর্যায়ে গাড়ি নষ্ট হয়ে গেলে পায়ে হেঁটে সরকারি বাসভবনের দিকে এগিয়ে যেতে থাকেন তিনি। তবে কোনো ধরনের অঘটন ছাড়াই তাকে আটকে দেয় টহল পুলিশ।ওই ব্যক্তির উদ্দেশ্য অসৎ ছিল বলে মনে করছে পুলিশ। ঘটনার সময় প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেল তাদের সরকারি বাসভবনে ছিলেন না বলে জানা গেছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তদন্ত শেষে সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

এই বিভাগের আরো খবর