রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে স্বাস্থ্যবিধি তদারকি করছে জেলা পুলিশ

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদীতে সরকারি নির্দেশনা মেনে গণপরিবহনে যাত্রী সেবা তদারকি অব্যাহত রেখেছে নরসিংদী জেলা পুলিশ। আজ  শুক্রবার (৩ জুলাই) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে নরসিংদী সদর-সহ, মাধবদী, পলাশ, শিবপুর মডেল, মনোহরদী, রায়পুরা ও বেলাব থানাধীন করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন পরিচালনা করা হচ্ছে কিনা; সেলক্ষ্যে নরসিংদী জেলা পুলিশ সমন্বিত অভিযান পরিচালনা করেছে।

তাছাড়া সকলকে মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্যও নির্দেশনা প্রদান করা হয়েছে। মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি প্রতিরোধের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে বলে জানায় পুলিশ ।

এই বিভাগের আরো খবর