বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে-৩ জুয়াড়ি আটক,পলাতক-৭

রাব্বি আহমেদঃ মেহেরপুরের গাংনীতে ৩জুয়াড়িকে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ।আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাড়াভাঙ্গা থেকে তাদেরকে আটক করা হয়, ও জেলা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭জন জুয়াড়ি পালিয়ে যায়।

আটককৃতরা হলেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বিল বোয়ালিয়া গ্রামের মৃত শমসের বিশ্বাসের ছেলে মোহাম্মদ মল্লিক(৪০), মেহেরপুর গাংনী উপজেলার বাওট বাজারপাড়া গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে মন্টু মিয়া(৩৫), মেহেরপুর গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে মজনু মিয়া(৫৫)

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি(ভারপ্রাপ্ত) জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলার হাড়াভাঙ্গা মাদ্রাসার মেহেগুনি বাগানের মধ্যে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুন্ডু’র নেতৃত্বে অভিযান চালায় মেহেরপুর জেলা ডিবি পুলিশ। এ সময় ৩জনকে আটক করা হয় এবং ৭জন উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এবং তাদের কাছ থেকে আলামত তাস,জুয়া খেলার পাটি ও নগদ ৩৬৬০ উদ্ধার করা হয়। তিনি জানান আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১৮৬৭ সালের ০৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

এই বিভাগের আরো খবর