শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে বস্তুনিষ্ঠ সাহসী সাংবাদিকতার পথপ্রদর্শক মাজহারুল পারভেজ

নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদী প্রেসক্লাবের নির্বাচিত বর্তমান সাধারণ সম্পাদক সাংবাদিক  মাজহারুল পারভেজ (মন্টি) জেলার তরুণ সাংবাদিকদের অনুপ্রেরণা স্পষ্টবাদী,সত ও সাহসী সাংবাদিক হিসেবে জেলা জুড়েই বেশ সুনাম রয়েছে তার। অন্যায়ের সাথে আপোষহীন এই সাংবাদিক নেতা নির্যাতিত নিপিড়ীত সাংবাদিক ও সাধারণ মানুষের পাশে থাকেন সবসময় মাজহারুল পারভেজ কেবল একটি নামই নয় তিনি  নরসিংদীর সাংবাদিক সমাজ তথা নির্যাতনের শিকার মানুষের কাছে একটি বটবৃক্ষ। নরসিংদীর একটি সম্ভ্রান্ত পরিবার অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল হক, ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহীনা পারভীন দম্পত্তির সন্তান মাজহারুল পারভেজ এর শিক্ষা জীবন শুরু হয় হরিহরদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এরপর হরিহরদি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯ ইং সালে এসএসসি, নরসিংদী সরকারী কলেজ থেকে এইচ এস এসি ও একই কলেজ থেক ১৯৯৪ সালে বিএ পাশ করেন। সুশিক্ষিত পরিবারের এই কৃতিসন্তান থেমে থাকেননি এখানেই। ইকোলে লিমানিয়া,লুজান সুইজারল্যান্ড  থেকে ইনটেনসিভ ইংলিশ ল্যাঙুয়েজ ও লিমানিয়া বিজনেস ডিপ্লোমা অর্জন’ করেন ১৯৯৮ সালে ও ২০১১ সালে প্রাইম ইউনিভার্সিটি থেকে এল এল বি ডিগ্রী অর্জন করেন মাজহারুল পারভেজ। ছাত্র জীবনে লেখা পড়ার পাশাপাশি লেখালেখির অভ্যাস ছিল তার। পরবর্তীতে ১৯৯৮ সালে সুইজারল্যান্ড এর লুজান শহরে লেখাপড়ার পাশাপাশি পার্টটাইম জবের মাধ্যমে কর্ম জীবন শুরু করেন। সেখানে বসবাস করা অবস্থায় একটি ঘটনার পর সাংবাদিকতার দিকে ঝুঁকে পড়েন তিনি। পরবর্তীতে মাজহারুল পারভেজ ২০০১ সালে বাংলাদেশে ফিরে আসেন এবং ২০০২ সালে তার নিজের সম্পাদনা ও প্রকাশনায় সাপ্তাহিক নরসিংদীর প্রেক্ষাপট নামে একটি পত্রিকা প্রকাশ  করেন। এরপর দৈনিক আমারদেশ পত্রিকা ও স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনের  জন্মলগ্ন থেকেই নরসিংদী প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। দেড়যুগ ধরে  সাংবাদিকতা করা কালীন সময়ে তার সততা, সাহসী কন্ঠ, বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরা ও সাংবাদিকসহ সাধারণ মানুষের বিপদে এগিয়ে যাওয়ায় মাজহারুল পারভেজ হয়ে উঠেন তুমুল জনপ্রিয় ও জেলার সাংবাদিকদের প্রাণের মানুষ। তারই ধারাবাহিকতায় তিনি নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন এবং ইতোপূর্বে নরসিংদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও বর্তমানেও সাধারন সম্পাদকের দায়ীত্ব পালন করছেন তিনি। এছাড়া ১৯৯৪ সালে ছাত্রজীবনে সর্বদলীয়ভাবে গঠিত নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকের দায়ীত্ব পালন করলেও  সাংবাদিকতা শুরু করার পর থেকে বর্তমানে একেবারেই রাজনীতি মুক্ত মাজহারুল পারভেজ।

এই বিভাগের আরো খবর