শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে ৫ জুয়াড়ী আটক,ভ্রাম্যমাণে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে জুয়া খেলার অপরাধে ৫ জুয়াড়ীকে আটক করে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট্র আব্দুর রাফিউল আলম। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট্র আব্দুর রাফি্উল আলম জানান, কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে বাসস্ট্যান্ড এলাকায় জুয়া খেলাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশসহ সেখানে গিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।এসময় ৫ জুয়াড়ীকে

জুয়া আইন ১৮৬৭ অনুসারে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, বগুড়া জেলার আব্দুল বারির ছেলে জাহিদ হোসেন (৩৫),হাকিমপুর উপজেলার ইটাই গ্রামের কাশেম আলীর ছেলে মন্টু মিয়া (৪৮),দক্ষিণ বাসুদেবপুর এলাকার বাহার তালুকদারের ছেলে মিঠু মিয়া (৪৫),গোবিন্দগঞ্জ থানার বাগদা বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে শাহারুল (৪০),হাকিমপুর উপজেলার মহেশপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রুবেল মিয়া ( ৪০) ।

 

এই বিভাগের আরো খবর