মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদীতে জেলা পুলিশের কঠোর অবস্থানের পরও বেপরোয়া চলাফেরা করছে মানুষ। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নরসিংদী জেলা পুলিশের অভিযান চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে তবুও জেলার উপজেলা পৌর এলাকা নরসিংদী সদর, মাধবদী, রায়পুরার বিভিন্ন বাজার গুলোতে কিছুতে নিশ্চিত করা যাচ্ছে না সামাজিক দূরত্ব। টহলরত পুলিশ চলে গেলেই আবারও জমজমাট হয়ে উঠছে বাজার গুলো। জেলার ছয়টি উপজেলায় এ পর্যন্ত সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়িয়ে ১৬৮ জনে মৃত্যু হয়েছে ২ জনের । তবে স্বাস্থ্যবিভাগের হিসেবে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৬ জন। এবং এ পর্যন্ত ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন নরসিংদী সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন। সিভিল সার্জন কার্যালয় জানায়, আক্রান্তদের মধ্যে নরসিংদী সদরে ৮০ জন, রায়পুরা ৩৩ জন, বেলাবতে, ২৩ জন, শিবপুরে ১৭ জন, পলাশে ৮ জন ও মনোহরদীতে ৫ জন। এই আক্রান্তে সংখ্যা ও স্থান দেখলে বোজা যায় পুরো জেলায়ই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস তবুও বিভিন্ন বাজার ও রাস্তাঘাটে মানুষের সামাজিক দূরত্ব মেনে না চলা অপ্রয়োজনে ঘুরাঘুরির যেনো কমতি নেই। নরসিংদী জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে বাড়ানো হয়েছে মাইকিং, টহল, অভিযান করা হচ্ছে জরিমানাও তবুও পুলিশ এবং প্রশাসনকে ফাঁকি দিয়ে হচ্ছে জনসমাগম।