দুর্গাপুর প্রতিনিধি : মাক্স বিতরণের মধ্য দিয়ে যাত্রা শুরু স্বেচ্ছাসেবী পরিবর্তন যুব সংঘের। করোনার কালো থাবায় বিধ্বস্ত অর্থনীতি ঝুঁকিতে মানুষের জীবন ক্রমেই হু-হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । এতদিন রাজশাহী কিছুটা স্বস্তিতে থাকলেও সম্প্রতি লাগাম টানা যাচ্ছে না ভাইরাস সংক্রমণের । তেমনি রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বেড়েই চলেছে করোনা সংক্রমনের সংখ্যা।
এমন পরিস্থিতি শঙ্কিত করেছে সকল স্তরের মানুষকে । তাই নিজেদের প্রিয় মানুষ ও প্রতিবেশীদের রক্ষায় নিজেরাই উদ্যোগ নিয়ে এবার মাঠে নেমেছে । খুলেছে তারা যুব সংগঠন নিজেদের ভেতর থেকে চাঁদা দিয়ে কিনেছে ৫০০ মাক্স তা বিতরণ করেছে সাথে জীবাণুনাশক ও স্প্রে করেছে।
এই সংগঠনের পক্ষ থেকে ফাহিম ও আকাশ জানায়, দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ছোট্ট প্রয়াস আমাদের। আমাদের সকলের উচিত একে অপরের সহযোগিতা করা। আমরা সকলে মিলে ভালো কিছু করতে চাই তাই সকল শ্রেণীর মানুষের সহযোগিতা প্রয়োজন।
তাদের এই অনন্য উদ্যোগকে স্বাগত জানিয়েছে দুর্গাপুর এর সর্ব সাধারন মানুষ । এই যুবকেরাই পরিবর্তন করতে পারে সমাজটাকে বলছে সকলেই।