শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪ জন

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ  নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গাঁজা ও  ইয়াবাসহ, চিহ্নিত চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। সোমবার (০৬ জুলাই) দিবাগত রাত ০১:৪৫ ঘটিকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই তাপস কান্তি রায় ও এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন উত্তর বাগহাটা এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১)সিরাজ মিয়া(৪৫),পিতামৃত – সোনা মিয়া, (২)ডালিয়া বেগম (২২),স্বামী-অভি মিয়া,পিতা-সিরাজ মিয়া, (৩) মোজাম্মেল মিয়া (২০) পিতা – সিরাজ মিয়া,সর্ব মহল্লা-সাটিরপাড়া, তারা উত্তর বাগহাটার (মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া),থানা ও জেলা- নরসিংদী,(৪) হাসান আলী ওরফে হাসুইন্না (৪৫),পিতামৃত-মনু মিয়া, গ্রাম -দক্ষিন দেওড়া,থানা-পলাশ,জেলা- নরসিংদীদের দখল হতে ০৫ (পাঁচ) কেজি গাঁজা ও ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী সিরাজ মিয়ার বিরুদ্ধে ইতোপূর্বে ৪ টা মাদক মামলা, আসামী হাসান আলীর বিরুদ্ধে ইতোপূর্বে ২টা মাদক মামলা,আসামী মোজাম্মেল এর বিরুদ্ধে ইতোপূর্বে ২ টা মাদক মামলা
আছে। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর