সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় মৃত্যু ৫ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনার ভয়াবহতা রুখতে এখনও আলোর মুখ দেখেনি বিশ্ব। ফলে, প্রতিদিনই দেড় লাখের বেশি মানুষ নতুন করে করোনার শিকার হচ্ছেন। এখন পর্যন্ত ভুক্তভোগীর সংখ্যা ১ কোটি সাড়ে ১৫ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে। ভাইরাসটির হানায় প্রাণ হারিয়েছেন ৫ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। যদিও সোয়া ৬৫ লাখের অধিক রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

এর মধ্যে ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।

আজ সোমবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ১ লাখ ৭৫ হাজার ৪৯৯ জন মানুষ। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ১৫ লাখ ৫০ হাজার ৫৪২ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৩ হাজার ৫৭২ জনের। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ লাখ ৩৬ হাজার ৪৪৫ জনে ঠেকেছে।

এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৮২ হাজার ৯২৮ জনে দাঁড়িয়েছে। না ফেরার দেশে ১ লাখ ৩২ হাজার ৫৬৯ জন মানুষ।

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৪ হাজার ৫৮৫ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি ৬৪ হাজার ৯০০ জনে ঠেকেছে।

সংক্রমণের হারে রাশিয়াকে ছাড়িয়ে গেছে দক্ষিণ এশিয়ার ভারত। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭ লাখের কাছাকাছি। প্রাণহানি ১৯ হাজার ৭শ জনে দাঁড়িয়েছে।

আক্রান্তের তালিকায় চারে থাকা রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৮১ হাজারের বেশি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১০ হাজার ১৬১ জনের মৃত্যু হয়েছে করোনায়।

লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতেও নাজুক অবস্থা। দেশটিতে প্রাণহানি ততটা বেশি না হলেও সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় আক্রান্ত ৩ লাখ ছাড়িয়েছে। যেখানে মৃত্যু হয়েছে ১০ হাজার ৫৮৯ জনের।

এ অঞ্চলের আরেক ভুক্তভোগী চিলিতে ২ লাখ সাড়ে ৯৫ হাজারের বেশি আক্রান্তে প্রাণ গেছে ৬ হাজার ৩০৮ জনের।

নিয়ন্ত্রণে আসা স্পেনে দ্বিতীয় দিনের ন্যায় গত একদিনেও আক্রান্ত ও প্রাণহানির ঘটনা ঘটেনি। ইতিমধ্যে সেখানে আক্রান্ত ২ লাখ ৯৭ হাজার ৬২৫ জন মানুষ। ইউরোপের দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৮৫ জনের।

যুক্তরাজ্যে প্রায় ২ লাখ ৮৫ হাজার ৪১৬ জনের আক্রান্তে মৃতের সংখ্যা ৪৪ হাজার ২২০ জনে ঠেকেছে।

লাতিন আমেরিকার ব্রাজিলের পরিই সবচেয়ে ভয়াবহ অবস্থায় থাকা মেক্সিকোয় আক্রান্ত ২ লাখ ৫৭ হাজার ছুঁই ছুঁই। প্রাণ গেছে ৩০ হাজার ৬৩৯ জনের।

ইউরোপে প্রথম আঘাত হানা ইতালিতে ২ লাখ ৪১ হাজার ৬১১ জন মানুষ করোনার শিকার। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৩৪ হাজার ৮৬১ জন।

ইরানে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৪০ হাজারের বেশি। প্রাণহানি ঘটেছে ১১ হাজার ৫৭১ জনের।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ২৮ হাজারের অধিক। মৃত্যু হয়েছে ৪ হাজার ৭১২ জনের।

সংক্রমিতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে সবচেয়ে মুসলিম প্রধান দেশ সৌদি আরবে। এখন পর্যন্ত সেখানে করোনা রোগীর সংখ্যা ২ লাখ সাড়ে ৯ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৯১৬ জন।

তুরস্কে করোনার ভুক্তভোগী ২ লাখ প্রায় ৬ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ২২৫ জনের।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২ হাজার ৫২ জনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৭২ হাজার ৬২৫ জন।

এই বিভাগের আরো খবর