বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হরিপুর উপজেলায় দুইটি জামে মসজিদের অজুখানা ও তিনটি লেট্রিনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন -সুজন

আল-ফেরদৌস (রানা),ঠাকুরগাঁও প্রতিনিধি: আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি মহোদয়ের নির্দেশ বাস্তবায়নের মধ্য দিয়ে মাজহারুল ইসলাম সুজনের এর হাত ধরেই দিন বদলের টানে ঠাকুরগাঁও ২ আসন এগিয়ে যাচ্ছে সম্মুখ পানে যার ছোঁয়ায় বালিয়াডাঙ্গী, হরিপুর, ও রানীশংকৈলের একাংশের অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে।

আজ ০৬/০৭/২০২০ দুপুর ১টায় হরিপুর উপজেলার ভবানন্দপুর সরকার পারা জামে মসজিদে অযুখানা ভিত্তি প্রস্তর স্থাপন এবং বিকাল চারটায় কারিগাও আদর্শ গ্রাম জামে মসজিদের অজুখানা ও তিনটি লেট্রিন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

মসজিদের অযুখান ও লেট্রিনের ভিত্তিপ্রস্তর শুভ উদ্ভোধন করেন আলহাজ্ব দবিরুল ইসলাম এম পি সাহেবের সুযোগ্য সন্তান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জননেতা মাজহারুল ইসলাম সুজন।।আরো উপস্তিথ ছিলেন হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কায়ুম পুস্প সহ আওয়ামীলীগের নেতা কর্মী বিন্দ।।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাজহারুল ইসলাম সুজন বলেন,মানুষের বিশ্বাস, আস্থা অর্জনের চেয়ে রাজনীতিকের জীবনে বড় প্রাপ্তি আর কিছু হয় না।ঠাকুরগাঁও ২ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে আগামীতেই এই ধারা অব্যাহত থাকবে।।

এই বিভাগের আরো খবর