শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দূর্গাপুরে এডিপির অর্থায়নে ১ কোটি ৫২ হাজার টাকার অনুদান প্রদান

রায়হান ইসলাম : রাজশাহীর দুর্গাপুরে এডিপির অর্থায়নে ও উপজেলা পরিষদের উদ্যোগে ১ কোটি ৫২ হাজার টাকার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে নগদ ২ লাখ ৯৪ টাকা অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে হুইলচেয়ার ১৪টি, সেলাই মেশিন ৮২ টি, বৈজ্ঞানিক যন্ত্রপাতির মধ্যে স্প্রিং ৯টি, অণুবীক্ষণ যন্ত্র ২৯টি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উঁচু নিচু বেঞ্চ সরবরাহ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের খেলাধুলার সামগ্রী।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মহসীন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা: মনসুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন ও সাংসদ কন্যা ডাঃ তৃষা রহমান।

এই বিভাগের আরো খবর