মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী জেলায় বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। নতুন করে এ জেলায় গত ২৪ ঘন্টায় আরও ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ১ হাজার ৪৯৫ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৯৩০ জন, শিবপুর উপজেলায় ১৩৯ জন, পলাশ উপজেলায় ১২৭ জন, মনোহরদী উপজেলায় ৮৯ জন, বেলাব উপজেলায় ৮২ জন ও রায়পুরা উপজেলায় ১১৮ জন। এ পর্যন্ত এ জেলায় মৃত্যু হয়েছে ৩৭ জন। এদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ২৩ জন, পলাশ উপজেলায় ২ জন, বেলাব উপজেলায় ৫ জন, রায়পুরা উপজেলায় ৪ জন, মনোহরদী উপজেলায় ২ জন ও শিবপুর উপজেলায় ১ জন।
এ জেলা থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয় ৭ হাজার ৪৫১ টি আর ফলাফল পাওয়া যায় ৭ হাজার ৪০৯টি। এ পর্যন্ত আইসোলেশন মুক্ত ১ হাজার ৭০ জন, হাসপাতালে আইসোলেশনে আছে ১১ জন ও হোম আইসোলেশনে আছে ২৭৭ জন। আজ মঙ্গলবার (৭জুলাই) সকালে এ তথ্য জানান, নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।
নতুন ২৫ জন করোনা আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ ও ফলাফল : ৫ জুলাই আইপিএইচ এ পাঠানো ৭০ টি নমুনার ফলাফল পাওয়া যায়। এতে ১৩ টি পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে নরসিংদী সদর উপজেলার ৩ জন, মনোহরদী উপজেলায় ৪ জন, বেলাব উপজেলার ১ জন ও রায়পুরা উপজেলার ৫ জন। একই ল্যাবে ৬ জুলাই পাঠানো ৭৬টি নমুনার মধ্যে ৪৬টির ফলাফল পাওয়া যায় এবং ৩০টি পেন্ডিং আছে।
এর মধ্যে ৮টি করোনা পজিটিভ রিপোর্ট আসে। সদর উপজেলার ১জন, পলাশ উপজেলার ২জন, শিবপুর উপজেলার ৩ জন, ও মনোহরদী উপজেলার ২জন। আইসিডিডি আরবিতে ৫ জুলাই পাঠানো ৯ টি নমুনার মধ্যে ৪টি পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে সদর উপজেলার ৩ জন ও রায়পুরা উপজেলার ১ জন।
এদিকে ২ জুলাই দুপুরে নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের রেড জোন এলাকা ২১ দিন লকডাউন থাকার পর এই দুটি ওয়ার্ডের ২৩ জন করোনা রোগীর মধ্যে ২০ জন সুস্থ হয়ে যাওয়ায় ইয়োলো জোন হিসেবে ঘোষণা করে জেলা প্রশাসন নরসিংদী।