মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে ফেন্সিডিলসহ আটক-১

রাব্বি আহমেদঃ মেহেরপুরের গাংনীতে ফেন্সিডিলসহ ১জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার হাড়াভাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করে।আটককৃত মোঃ হাসিবুল ইসলাম ওরফে বাবু উপজেলার হাড়াভাঙ্গা সেন্টার পাড়া গ্রামের মোঃ নাজির হোসেনের ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি(ভারপ্রাপ্ত) জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলার হাড়ভাঙ্গা সেন্টার বাজারে এসআই অজয় কুন্ডুর নেতৃত্বের মাদকবিরোধী অভিযানে মোঃ হাসিবুল ইসলাম ওরফে বাবু আটক করে এ সময় তার কাছ থেকে ০৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, মোঃ হাসিবুল ইসলাম ওরফে বাবু আরো দু’টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য আনুমানিক ৬হাজার টাকা। তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর