ডেস্কনিউজঃ ঢাকা থেকে যাওয়া অভিবাসীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহের জন্য ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইতালি।
বাংলাদেশ থেকে রোমে পৌঁছানো সর্বশেষ ফ্লাইটে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ করোনা আক্রান্ত রোগী পাওয়ার পরে ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরাঞ্জা ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ফেব্রুয়ারির দিকে ইতালিতে ব্যাপকভাবে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়লেও বাংলাদেশে তখনও করোনা আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। ওই সময় ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দেশে ফিরতে শুরু করেন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার ঘোষণা আসার পরও ইতালিতে করোনায় মৃত্যুর মিছিল ছিল। তবে বর্তমানে ইতালি অতি সংক্রামক এ রোগের বিস্তারে লাগাম পরাতে পারলেও বাংলাদেশ ধুঁকছে।