শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কিন্ডারগার্টেন স্কুলেরগুলোর সরকারি অনুদান দাবি, নওগাঁয় মানববন্ধন

রহিদুল ইসলাম রাইপ,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় কিন্ডারগার্টেন স্কুলের জন্য সরকারি অনুদান দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার নওগাঁ জেলা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান দাবি করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নওগাঁ জেলা শাখা।
এসময় সহজশর্তে ঋণ, সহজ প্রক্রিয়ায় নিবন্ধন তরান্বিত করা এবং আগামী ৭ আগস্টের মধ্যে প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ারও দাবি জানানো হয়েছে।

জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি এসএম আল মুবিন রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এরফান আলীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে বক্তব্য রাখেন উপদেষ্টা আবু মুসা তারেক, কাজী নজরুল ইসলাম একাডেমির পরিচালক আব্দুর রউফ, ন্যাশনাল মডেল স্কুলের পরিচালক শহিদ প্রামানিক, উদয়ন প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ সুজা হোসেন, পরিচালক ফারুক হোসেন প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণ করেন নওগাঁ জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন-এর প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা।

এই বিভাগের আরো খবর