রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রান কার্যক্রম সমন্বয়ে মতবিনিময়

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর জেলায় করনো (কোভিড-১৯) স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রান কার্যক্রম পরিচালনার কাজ তত্ত¡াবধান ও পরিবীক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও সমন্বয় বিষয়ে জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন। এর আগে তিনি চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ পরিদর্শন করেন। প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশ্বের এমন প্রধানমন্ত্রী আছেন কিনা আমার জানা নাই। যিনি সার্বক্ষনিক দেদেশর ৬৪ জেলার এই দূর্যোগের ব্যবস্থাপনার জন্যে মনিটরিং করে যাচ্ছেন। তিনি তৃনমূল থেকে শুরু করে সব জনপ্রতিনিধিদের সাথে কথা বলেন। সত্যিকার অর্থে এমন প্রধানমন্ত্রী অন্য কোথাও নেই। আমরা অনেক সৌভাগ্যবান জাতির পিতার সুযোগ্য কন্যাকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়ে। সবদিক থেকে চাঁদপুর একটি সুপরিচিতি ও গুরুত্বপূর্ণ জেলা। এ জেলার অনেকেই জেলার বাহিরে গিয়ে ব্যবসা বানিজ্য বা কাজ করে অনেক সুনাম অর্জন করছেন। আজকে এই অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে করোনা নিয়ে ব্যবস্থাপনার যেসব কর্মসূচি দেখানো হয়েছে, তার পূর্বেই এই চাঁদপুর জেলাকে অন্য জেলার মানুষদেরকে অনুসরন করতে বলা হয়েছিল।

তিনি আরো বলেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনারা সরকারি চাকুরি করেন। আপনারা ভেবে দেখুন প্রধানমন্ত্রী আপনাদের বেতন কতটুকু বাড়িয়ে দিয়েছন। মুক্তিযোদ্ধারা এদেশকে স্বাধীন করেছিলেন বলেই আজকে আমরা এই জায়গাতে বসতে পারছি। তখন তারা যুদ্ধ করেছিলেন এদেশকে স্বাধীন করার জন্যে, আর এখন আমরা এই করোনার জন্যে যুদ্ধ করতে হবে। নিজের দায়িত্ব নিজে না বুজলে কেউ আপনাকে জোর করে বুজাতে পারবে না। নিজের দায়িত্বকে নিজেই বুজতে হবে।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আইনুল কবির, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান খান, জেলা পরিষদেরন চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতলের তত্ত¡াবধায়ক ডা. হাবিব উল করিম, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান এম এ কুদ্দুস, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন।

 

এই বিভাগের আরো খবর