সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে গাঁজাসহ আটক- ১

রাব্বি আহমেদ,মেহেরপুরঃমেহেরপুরে ১’শ গ্রাম গাঁজাসহ ১জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।আজ শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর এলাকা থেকে তাকে আটক করে।আটককৃত মোহাম্মদ দবির আলী(৪২)মেহেরপুর গাংনী উপজেলার নোয়াপাড়া নবীন পুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি(ভারপ্রাপ্ত) জুলফিকার আলী জানান,মেহেরপুর সদর উপজেলার শ্যামনগরে এসআই অজয় কুমার কুন্ডু নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে মোহাম্মদ দবির আলীকে আটক করে এ সময় তার কাছ থেকে ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।তিনি আরো জানান উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩হাজার টাকা।আটককৃত দবির এর বিরুদ্ধে এর আগেও দু’টি মাদক মামলা রয়েছে।তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরো খবর