মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীর কাজিপুরে করোনায় আক্রান্ত লকডাউন পরিবারের পাশে বন্ধন সংগঠন

রাব্বি আহমেদঃ মেহেরপুর গাংনীর কাজিপুর গ্রামে করোনায় আক্রান্ত পরিবারের পাশে খাদ্য সামগ্রী ও বাচ্চার জন্য দুধ নিয়ে পাশে দাড়িয়েছে গাংনী উপজেলার স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন বন্ধন। করোনা মহামারীতে এই পরিবারের সবাই আক্রান্ত হয়েছে। তাদের পরিবারের আর্থিক সমস্যা ও বাইরে বের হতে না পারার কারণে অনেক সমস্যায় দিন অতিবাহিত করছিল। এমনি পরিস্থিতিতে বন্ধনের স্বেচ্ছাসেবীরা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে আজ পৌঁছে দিয়েছে করোনা রোগীর বাড়িতে।

এই সময় উপস্থিত ছিলেন বন্ধনের পরিচালক আব্দুস সামাদ সোহাগ। আরো উপস্থিত ছিলেন বন্ধনের স্বেচ্ছাসেবক আরিফুল সোবহান, অলিকুর রহমান বিশ্বাস, প্লাবন,আবির,অনিক,রবিন এবং জয়।
বন্ধনের পরিচালক আব্দুস সামাদ সোহাগ বলেন, গাংনীর অসহায় ও গরীব মানুষের পাশে একটু দাড়াতে পারলে খুব ভালো লাগে। দেশের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন সংগঠনটির পরিচালক।

এই বিভাগের আরো খবর