শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী পালিত

সোহেল রানা,হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় প্রয়াত রাষ্টপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৪ জুলাই) মঙ্গলবার দুপুরে হাকিমপুর উপজেলা শাখার জাতীয় পার্টির আয়োজনে হিলি ট্রাক মালিক সমিতির হলরুমে মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এইচএম আওলাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, রমিজ উদ্দীন, বাবু মাস্টার, বিপ্লব, মোহাব্বত, লোকমানসহ অনেকেই।

অনুষ্ঠান শেষে প্রয়াত রাষ্টপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদ এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মোনাজাতের মাধ্যমে সকলের জন্য দোয়া করা হয়।

এই বিভাগের আরো খবর