সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এমপি দবিরুলের বরাদ্দে বালিয়াডাঙ্গীতে দুইটি ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রদান করেন-সুজন

আল-ফেরদৌস (রানা),ঠাকুরগাঁও প্রতিনিধি: আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর চোচপাড়া জামে মসজিদের উন্নয়নে জন্য ২০ হাজার ও বালিয়াডাঙ্গী ঈদগাঁপাড়া জামে মসজিদের উন্নয়নে ১০ হাজার টাকা প্রদান করা হয়।

ঠাকুরগাঁওয়ে দুটি ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে আলহাজ্ব দবিরুল ইসলাম এম পি সাহেবের প্রতিনিধি হয়ে নগদ অর্থ প্রদান করেছেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন।

এসময় তিনি বলেন, শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয় সব ক্ষেত্রেই আমরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছি। মাননীয় প্রধাণমন্ত্রীর নির্দেশে আমরা প্রতিটি কাজ দায়িত্বের সাথে পালন করার চেষ্টা করছি। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে এ সরকারের পাশে থাকতে হবে আপনাদের। তাহলে আমরা সব সময় আপনাদের পাশে থেকে কাজ করতে পারবো। অর্থ প্রদানের সময় জেলা আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও মসজিদ কমিটির অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর