মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে পুলিশ চিকিৎসকসহ আরও ২৫ জনের করোনা শনাক্ত

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর জেলায় পুলিশ, চিকিৎসকসহ আরও ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত সংখ্যা ছিলো ১৩৪১জন। নতুন ২৫জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৬৬জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের পর সুস্থ্য হয়েছেন ৭৫৩জন। মৃত্যুবরণ করেছেন ৬৬জন। উপসর্গ নিয়ে মৃত্যু অব্যাহত রয়েছে।

বুধবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, বুধবার ঢাকা থেকে রিপোর্ট এসেছে ৭৬টি। এর মধ্যে পজিটিভ ২৫টি এবং নেগেটিভ ৫১টি। আক্রান্ত ২৫ জনের মধ্যে চাঁদপুর সদরে ১৩জন (৪জন পুলিশ সদস্য), মতলব উত্তরে ১জন (থানার ওসি), মতলব দক্ষিণে ৪জন, হাজীগঞ্জে ১জন ও শাহরাস্তিতে ৬জন।

সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ জানান, জেলায় পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৩৪১ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৫২৩, হাইমচরে ১০০, মতলব উত্তরে ৮৭, মতলব দক্ষিণে ১৬১, ফরিদগঞ্জে ১৬২, হাজীগঞ্জে ১৩৪, কচুয়া ৫৪ ও শাহরাস্তি ১৪১জন।

তিনি আরো জানান, এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৬৬জন। এর মধ্যে চাঁদপুর সদরের ১৯, ফরিদগঞ্জে ৯, হাজীগঞ্জে ১৬, শাহরাস্তি ৫, কচুয়া ৫, মতলব উত্তরে ৮, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১জন।

 

এই বিভাগের আরো খবর