রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

৪০৬ জন বাংলাদেশী যাত্রী সৌদি থেকে ফিরলেন

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা পর ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে রিয়াদ থেকে সৌদি এয়ার লাইনসের একটি বিমানে ৪০৬ জন যাত্রী বাংলাদেশে এসে পৌঁছেছেন। তাদের মধ্যে তাপমাত্রা বেশী পাওয়ায় ২ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৫ নম্বর ফ্লাইটে তারা বৃহস্পতিবার সন্ধ্যা পর ঢাকায় অবতরণ করেন। ওমরাহ করতে গিয়ে অধিকাংশ যাত্রীই সৌদিতে আটকে গিয়েছিলেন।

বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি সরকারের বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট উঠা-নামায় নিষেধাজ্ঞা থাকলেও ওমরাহ যাত্রীদের মানবিক বিবেচনায় তারা ফ্লাইটের অনুমতি দেয়।

বিমানবন্দর সূত্র জানায়, দেশে ফিরলে যাত্রীরা প্রথমে তাদের থার্মাল স্ক্যানারে স্ক্রিনিং করা হবে। কারো মধ্যে করোনার লক্ষণ-উপসর্গ না পাওয়া গেলে ইমিগ্রেশন শেষে তাদের স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে। আর কারো শরীরের তাপমাত্রা বেশি থাকলে তাদের পাঠানো হবে কুয়েত মৈত্রী হাসপাতালে।

এই বিভাগের আরো খবর