বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা পর ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে রিয়াদ থেকে সৌদি এয়ার লাইনসের একটি বিমানে ৪০৬ জন যাত্রী বাংলাদেশে এসে পৌঁছেছেন। তাদের মধ্যে তাপমাত্রা বেশী পাওয়ায় ২ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৫ নম্বর ফ্লাইটে তারা বৃহস্পতিবার সন্ধ্যা পর ঢাকায় অবতরণ করেন। ওমরাহ করতে গিয়ে অধিকাংশ যাত্রীই সৌদিতে আটকে গিয়েছিলেন।
বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি সরকারের বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট উঠা-নামায় নিষেধাজ্ঞা থাকলেও ওমরাহ যাত্রীদের মানবিক বিবেচনায় তারা ফ্লাইটের অনুমতি দেয়।
বিমানবন্দর সূত্র জানায়, দেশে ফিরলে যাত্রীরা প্রথমে তাদের থার্মাল স্ক্যানারে স্ক্রিনিং করা হবে। কারো মধ্যে করোনার লক্ষণ-উপসর্গ না পাওয়া গেলে ইমিগ্রেশন শেষে তাদের স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে। আর কারো শরীরের তাপমাত্রা বেশি থাকলে তাদের পাঠানো হবে কুয়েত মৈত্রী হাসপাতালে।