সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় স্বাস্থ্য বিধি মেনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

নাজনীন সুলতানা বন্নি গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে ১ কোটি গাছের চারা রোপনের শুভ উদ্বোধন করেন। তারই অংশ হিসেবে রংপুরের গঙ্গাচড়ায় আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, বন কর্মকর্তা আক্তারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামসহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর