চাঁদপুর প্রতিনিধি, মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে সারাদেশে এক কোটি চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন চত্ত¡রে তিনটি গাছের চারা রোপণ করে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এর পর পর চাঁদপুরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান।
এদিকে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি ও স্বপ্নতরু সামাজিক সংগঠনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারো বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর মডেল থানা প্রাঙ্গনে প্রাধন অতিথি হিসেবে বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা মো. হারুনুর রশীদ, স্বপ্নতরু সামাজিক সংগঠনের নির্বাহী সদস্য শরীফুল ইসলাম, সহ-সভাপতি নাসরিন সুলতানা মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক এম এম সম্রাট, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজ শাওন, সদস্য জাহিদ হাসান।