বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় গুলি ও গণপিটুনিতে মৃতের সংখ্যা বেড়ে ৪

ডেস্ক নিউজ : খুলনায় মসজিদের কমিটিকে কেন্দ্র করে গুলি ও গণপিটুনিতে মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঘটনার সময় মারা যান আটরা গিলাতলার মশিয়ালী এলাকার মৃত মো. বারিক শেখের ছেলে মো. নজরুল ইসলাম (৬০) ও একই এলাকার মো. ইউনুচ আলীর ছেলে গোলাম রসুল (৩০)। শহীদুল ইসলামের ছেলে গুলিবিদ্ধ সাইফুল ইসলাম (২২) বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনগত রাত ১২ টা ২০ মিনিটে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মারা যান। এছাড়া রাত ২টার দিকে গুলির ঘটনাকে কেন্দ্র করে জিহাদ শেখ (৩০) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে মেরে ফেলেন উত্তেজিত এলাকাবাসী।

মহানগরীর খান জাহান আলী থানার মশিয়ালীর ইস্টার্ন গেটে গুলির এ ঘটনা ঘটে। এ সময়ে গুলিবিদ্ধ হন মো. সাইফুল ইসলাম, আফসার শেখ, শামীম, রবি, খলিলুর রহমান ও মশিয়ার রহমানসহ আরও কয়েকজন। খান জাহান আলী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকাত আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি মসজিদের কমিটিকে কেন্দ্র করে দু‌ই গ্রুপের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে ওই ঘটনায় বৈঠক চলছিল। তারই এক পর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে।

এই বিভাগের আরো খবর