মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আরও ২ দিনের রিমান্ডে সাবরিনা

ডেস্ক নিউজঃ করোনাভাইরাসের পরীক্ষার রিপোর্ট নিয়ে জালিয়াতির অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে  দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার দুপুরে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালত এ আদেশ দেন।

এর আগে ডা. সাবরিনাকে দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে আদালতের হাজত খানায় রাখা হয়।

গত ১৩ জুলাই আলোচিত এ চিকিৎসককে আদালতে হাজির করে চারদিনের রিমান্ডে চায় পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই বিভাগের আরো খবর