শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদির মানবাধিকার সংস্কারে ৭০ উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে দেশটির সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার প্রধান হুকুমদাতার অভিযোগ ওঠায় মানবাধিকার পুনরুদ্ধারে ৭০ উদ্যোগ নেয়া হয়েছে। সৌদি হিউম্যান রাইটস কমিশনের (এইচআরসি) চেয়ারম্যান আওয়াদ আল আওয়াদ সংস্কারের উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক বিশ্বে তার দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাচ্ছেন।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, আলোচনা ও সে অনুযায়ী পদক্ষেপ নেয়ার উদ্যোগ নিয়েছে রিয়াদ। সৌদি এইচআরসি কিছু আন্তর্জাতিক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সৌদির তরুণ মানবাধিকার কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে দেশটি। তাদের উপস্থিতি বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনে নিশ্চিত করা হবে যাতে তারা মানবাধিকার রক্ষায় তাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে পারে। গালফ নিউজ

এই বিভাগের আরো খবর