শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিনিদের মাস্ক পরাতে নারাজ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশ্বের সব দেশের নেতারা যেখানে মাস্ক পরাকে বাধ্যতামুলক করছে সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যতিক্রম। তিনি মার্কিনিদের মাস্ক পরাতে বাধ্য করতে চান না। ট্রাম্প বলেছেন, শনাক্ত রোগী ও মৃত্যু বাড়তে থাকলেও তিনি করোনা সংক্রমণ রুখতে মার্কিনিদের বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশ দেবেন না। শুক্রবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। তার এমন মন্তব্যের সমালোচনা করেছেন রাজ্যের নেতারা। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রজুড়ে সবাইকে মাস্ক পরতে বাধ্য করার ভাবনার সঙ্গে একমত নই। নাগরিকদের কিছুটা স্বাধীনতা থাকা উচিত।’

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি সবাইকে মাস্ক পরাতে বিভিন্ন রাজ্য ও স্থানীয় নেতাদেরকে ‘প্রয়োজনে শক্তি প্রয়োগ করার’ আহ্বান জানানোর পর ট্রাম্প এ মন্তব্য করলেন। মাস্ক পরাকে ‘সত্যিকার অর্থেই খুব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে ফাউচি বলেছিলেন, ‘সবারই এটা ব্যবহার করা উচিত।’বিবিসি জানিয়েছে, প্রাদুর্ভাবের শুরু থেকেই যুক্তরাষ্ট্রজুড়ে মাস্ক পরার নির্দেশনাকে কেন্দ্র করে নানান ধরনের রাজনীতি হয়েছে। যদিও এখন বেশিরভাগ অঙ্গরাজ্যের গভর্নরই উন্মুক্ত স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করেছেন।

এই বিভাগের আরো খবর