বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শাহজালালে ৯২ লাখ টাকার সোনাসহ যাত্রী আটক

ডেস্ক নিউজ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৮৫০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস (ডিসিএইচ)।

ওই যাত্রীর নাম মোহাম্মদ জসিম। গতকাল বিকালে জেদ্দা থেকে এসভি ৩৮০৮ ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। ডিসিএইচ’র সহকারী কমিশনার সোলাইমান হোসেন সাইফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেদ্দা থেকে আসা ফ্লাইটের যাত্রী জসিমের ওপর নজরদারি করা হয়। বিমানবন্দরের গ্রীন  চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়।

পরে তল্লাশি করে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৪টি কসমেটিকসের কৌটার মধ্যে ১৬টি সোনার বার পাওয়া যায়।

এই বিভাগের আরো খবর