শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ৩ টি গরুসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদীর রায়পুরা থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতারসহ, একটা কাভার্ড ভ্যান ও তিন চোরাই গরু উদ্ধার। আজ সোমবার (২০ জুলাই ) গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার এসআই মোঃ রিয়াজ উদ্দিন, এএসআই মোকাদ্দম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভোর পৌনে ৬ টায় রায়পুরা থানাধীন হাঁটুভাঙা গ্রামের  ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে থেকে  আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য (১) মোঃ আবু তাহের (৫৫), পিতামৃত-মুনসুর আলী, গ্রাম-বংশিরদিয়া,থানা-শিবপুর,(২) শামীম (৩৫),পিতামৃত-রফিক মিয়া, গ্রাম -দিঘীরপাড়, থানা-মাধবদী, উভয়জেলা-নরসিংদী,(৩) শামীম মিয়া (৩৬),পিতা-মোঃ ছোবহান, গ্রাম – গোলাকান্দাইল,থানা- রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ দের গ্রেফতার করে।

এ সময় আসামীদের দখল হতে ০৩(তিন) টা চোরাই গরু, একটা কাভার্ড ভ্যান উদ্ধার করে।গ্রেফতারকৃত চোর চক্র অজ্ঞাত স্থান থেকে গরুগুলো চুরি করে নিয়ে এসে ঘটনাস্থলে বিক্রয় করা অবস্থায় গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ ।

এই বিভাগের আরো খবর