শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরের গংগাচড়ায় নদী গর্ভে বিলীন হচ্ছে চর সংকরদহ

নাজনীন সুলতানা বন্নি,গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ ভারী বর্ষণ ও উজানের ঢলে ক্রমশ অবনতি রংপুরের গংগাচড়ার বন্যা পরিস্থিতি। পানি কমলেও কমছে না নদী ভাঙন।গত কয়েক দিনের নদী ভাঙনে বিলীন হয়ে গেছে লক্ষীটারি ইউনিয়নের চর সংকরদহের ৫০০-৭০০ পরিবার সহ কয়েক একর ফসলি জমি ও যাতায়াতের রাস্তা। নতুন করে ভাঙন দেখা দিয়েছে চর ইচলি সহ বেশ কয়েকটি চরে। স্থানীয়দের দাবি এখনই এই নদী ভাঙন রোধ করা না গেলে নদী গর্ভে বিলীন হয়ে যাবে ৫ – ৭ টি চরাঞ্চল।

জানা গেছে,নদী ভাঙন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ফেলা হচ্ছে জিও ব্যাগ।কিন্তু স্থানীয়দের দাবি এখন এই জিওব্যাগ ফেলে নদী ভাঙন রোধকরা সম্ভব নয়।

এই বিভাগের আরো খবর