মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ চিহ্নিত মাদকব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। সোমবার (২০ জুলাই ) এসআই মোস্তাক আহম্মেদ, এএসআই রাহুল মজুমদার  সঙ্গীয় ফোর্সসহ শিবপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে শিবপুর মডেল থানাধীন নগর গ্রামের  জনৈক বাকির খানের মুদি দোকানের সামনে থেকে  চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ রুবেল মোল্লা (৩০) পিতা-হেলাল উদ্দিন @ ফেলা মোল্লা, গ্রাম -নগর ফুলবাড়িয়া, থানা-শিবপুর, জেলা-নরসিংদীর দখল থেকে  ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করে। আসামী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করিয়া এলাকায় যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৪ টা মাদক মামলা আছে। এ সংক্রান্তে শিবপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর