বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নিম্ন আদালতে অসুস্থ কর্মকর্তাদের কর্মস্থলে না আসার নির্দেশ

ডেস্ক নিউজ : অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসুস্থ, ঝুঁকিপূর্ণ ও সন্তানসম্ভবা নারীদের কর্মস্থলে না আসতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

সোমবার (২০ জুলাই) প্রধান বিচারপতির নির্দেশে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয় নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মকর্তা-কর্মচারী এবং সন্তানসম্ভবা নারীরা কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে এবং প্রযোজ্য ক্ষেত্রে ভার্চুয়াল কোর্টে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এই বিভাগের আরো খবর