মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত চার মাদক ব্যবসায়ী গ্রেফতার। মঙ্গলবার (২১ জুলাই ) এসআই তাপস কান্তি রায়, এসআই নূরে আলম হোসাইন,এএসআই আনোয়ার হোসেন, এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ শিবপুর মডেল থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ ইলিয়াস(৩৫),পিতা- সিরাজ মিয়া @ সিরু,গ্রাম -জাঙ্গালিয়া, (২)মহসিন (৩০),পিতা- মোঃ মফিজ উদ্দিন,গ্রাম -কামারটেক,(৩)মোঃ মনির হোসেন(২৮), পিতা-মোঃ আমিনুল ইসলাম,গ্রাম -চৈতন্য,
(৪)মোঃ জুয়েল রানা (৩০),পিতা-মোঃ শাহজাহান মিয়া,গ্রাম -কামারটেক,সর্বথানা- শিবপুর,জেলা নরসিংদীদের দখল থেকে ১১৫ (একশত পনের) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে। এ সংক্রান্তে শিবপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ।