রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ধুমপান করোনার ঝুঁকি বাড়ায়

নিউজ ডেস্কঃ ধূমপান কভিড-১৯ আক্রান্তের ঝুঁকি বাড়ায় উল্লেখ করে ধূমপায়ীদের ধূমপান ত্যাগ করার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেছেন, যারা ধূমপায়ী আছেন তারা ধূমপান ত্যাগ করুন। কারণ ধূমপান কভিড-১৯ আক্রান্তের ঝুঁকি বাড়ায়। আপনারা এই ঝুঁকিটা নিজেই সহজেই ত্যাগ করতে পারেন। আপনারা ধূমপান ত্যাগ করে এই ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন। তিনি বলেন, যারা ধূমপান করছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা ধূমপান ত্যাগ করুন এবং যেকোনো ধরনের পানীয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনারা এইসব পানীয় পান করা ত্যাগ করুন। সুস্থ থাকুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন।সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, যে যেখানে আছেন স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন। আপনারা মাস্ক ব্যবহার করুন ঘরের বাইরে সম্ভব হলে ঘরের যদি বেশি মানুষ থাকে তাহলে ঘরেও মাস্ক ব্যবহার করুন। দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর