বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলে মাছের পোনা অবমুক্ত করণ

হিলি প্রতিনিধিঃ- উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় মৎস সপ্তাহ ২০২০ উদযাপিত হয়েছে।

আজ বুধবার মৎস্য সপ্তাহ উপলক্ষে সকালে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মে হাবিবা,উপজেলা কৃষি অফিসার শামিমা নাজনীন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান প্রমূখ।

দিবসটি উপলক্ষে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বলেন,‘আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আর ভাত আমাদের প্রধান খাদ্য। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর মৎস্য সপ্তাহ পালন করার নির্দেশ দেন।’

এই বিভাগের আরো খবর