শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে প্রাণ কোম্পানীকে ১০ লক্ষ টাকা জরিমানা

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদীর পলাশে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার তৈরীর অপরাধে প্রাণ-আরএফএল কোম্পানীকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২২ জুলাই) রাতে উপজেলার ডাংগা ইউনিয়নে অবস্থিত প্রাণ আরএফএল চরকা কারখানায় অভিযান চালিয়ে নরসিংদীর ভূমি অধিগ্রহন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক এ জরিমনা করেন। বুধবার বিকেল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কোম্পানির কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় অভিযানে র‌্যাবের একটি টিম ও নরসিংদীর ঔষধ প্রশাসনের কর্মকর্তা সহযোগিতা করেন। জানাযায়, পলাশের ডাংগায় প্রাণ আরএফএল চরকা কারখানায় অনুমোদনবিহীন হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিভিন্ন জায়গায় বিপনন করে আসছিল এমন অভিযোগে আজ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে আলামত ধ্বংস করে ড্রাগ এক্ট   ১৯৪০ অনুযায়ী ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরো খবর