বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে জেলা ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার: মুজিববর্ষের আহবান ৩ টি করে গাছ লাগান এই আহবানে সাড়া দিয়ে নরসিংদীতে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রলীগ। আজ বুধবার বিকেলে কর্মসূচী পালন করা হয়৷ নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান কামরুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটকনের চারা রোপণ করে কর্মসূচির উদ্ভোধন করেন। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু জানান, মুজিব বর্ষে সারা বাংলাদেশে এক কোটি বৃক্ষরোপণ করা হবে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এর নির্দেশ নরসিংদী জেলা ছাত্রলীগ বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, নরসিংদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু, নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি রাজিব সরকার, নরসিংদী সদর থানা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল, সাধারণ সম্পাদক শেখ শামীম, নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সিব্বির আহমেদ শিবলী ও নরসিংদী শহর ছাত্রলীগের সিনিয়র সভাপতি শেখ ওমর ফারুক রাজীব প্রমুখ।

এই বিভাগের আরো খবর