শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পাপুলের দ্বৈত নাগরিকত্ব আছে কি না জানতে আবেদন

ডেস্ক নিউজ : লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের দ্বৈত নাগরিকত্ব আছে কি না, তা জাতিকে জানানোর অনুরোধ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু আজ বুধবার এই আবেদন করেন।

আবেদনে বলা হয়, শহিদ ইসলাম পাপুল কুয়েতের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়ে ওই দেশের কারাগারে বন্দি। কুয়েতের একজন ব্যবসায়ী হিসেবে তাঁর বিরুদ্ধে সেখানে মামলা হয়েছে। ওই মামলায় তাঁর বিচার শুরু হয়েছে সেখানে। তাঁর বিতর্কিত কর্মকাণ্ডে বাংলাদেশের ভাবমূর্তি পুরো বিশ্বের কাছে চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।

আবেদনে বলা হয়, পাপুল বাংলাদেশের নাগরিক হয়েও কিভাবে বহির্বিশ্বে শত শত কোটি টাকার ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন, তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল রয়েছে।

এই বিভাগের আরো খবর